বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ৩০ মার্চ ২০২৫ ২০ : ৪৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরছে ‘কাকাবাবু’ ও ‘সন্তু’। ফের নতুন রহস্যের সমাধানে 'কাকাবাবু'র কিস্তিমাৎ দেখবেন দর্শক। এবারের কাহিনি 'বিজয়নগরের হিরে'। পর্দায় আরও একবার 'কাকাবাবু'র ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ছবিটি পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়। সন্তুর ভূমিকার আরও একবার দেখা যাবে আরিয়ান ভৌমিককে। 'জোজো' হিসাবে কাকাবাবুর সিরিজে পা রাখলেন পূষণ দাশগুপ্ত। টলিপাড়ার পরিচিত মুখ পূষণ। জনপ্রিয়-ও। এর আগে 'আবার প্রলয় সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। জেনারেশন আমি, ‘আবার বছর কুড়ি পরে’, ‘বৌদি ক্যান্টিন’-এর মতো ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। তবে অভিনেতার নিজের বিশ্বাস, ‘বিজয়নগরের হিরে’ তাঁর কেরিয়ারে অন্যতম উল্লেখযোগ্য কাজ হতে চলেছে। কর্নাটকের হাম্পিতে প্রথম দফা শেষ হয়েছে ‘বিজয়নগরের হিরে’ ছবির শুটিংয়ের। কেমন ছিল এই ছবির শুটিংয়ের অভিজ্ঞতা? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ থেকে তুঙ্গভদ্রার তীরে গড়ে ওঠা ঐতিহাসিক হাম্পিতে প্রাচীন সব স্থাপত্যর মধ্যে দাঁড়িয়ে থাকার শিহরণ- আজকাল ডট ইন এর সঙ্গে জমিয়ে আড্ডা মারলেন পূষণ।
“যখন এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম, স্বাভাবিকভাবেই খুব উত্তেজিত হয়ে গিয়েছিলাম। একে কাকাবাবুর ছবি, তার উপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর যাঁরা কাকাবাবুর উপন্যাস পড়েন, পড়েছেন তাঁরা জানেন ‘জোজো’ চরিত্রটির জন্য পাঠকদের একটা আলাদা ভাললাগা আছে। খানিক ভীতু অথচ অ্যাডভেঞ্চার ভালবাসে, গুল দিতে ওস্তাদ আবার কাকাবাবু-সন্তু বলতে অজ্ঞান। অদ্ভুত মজার চরিত্র। যাই হোক, চিত্রনাট্য পড়ার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিলাম। পরিচালক ছিলেন, আরিয়ান ছিলেন। সত্যি বলতে কী খানিক নার্ভাস-ই ছিলাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এলেন, নিজেই হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে আলাপ সারলেন। টুকটাক কথা, হাসি ওইটুকুই। এরপর ওঁর সঙ্গে ফের দেখা ছবির শুটিংয়ে। সেটা আবার পরে বলছি। হাম্পিতে শুট করার অভিজ্ঞতাটা আগে বলে ফেলি এই ফাঁকে।
খানিক থেমে পূষণ বলেন, “ইউনেসকো ওয়র্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়া এই জায়গার সৌন্দর্যের বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। প্রথম দিন থেকেই শুধু হাঁ করে দেখেছি। বিরূপাক্ষ মন্দির থেকে শুরু করে প্রবেশপথে চোখধাঁধানো দু’টি গোপুরম অর্থাৎ প্রবেশতোরণ ও দু’টি বিশালাকার প্রাঙ্গণ। মনোরম পরিবেশে সেই অবাক করা প্রাচীন ভাস্কর্যের নিদর্শন দেখতে দেখতে সময় যে কোথা থেকে কেটে যায়, বোঝা যায় না। রয়েছে মিউজিক টেম্পল। একক পাথরের তৈরি বিশালাকার ১৬টি স্তম্ভ ধরে আছে মন্দিরের ছাদ। তবে সেখানে বেশি যেতে- টেতে দেয় না, বড্ড কড়াকড়ি। দেখেছি, গ্রানাইট পাথরের তৈরি একটি সুবিশাল রথ...কত বলব। তবে বলব তুঙ্গভদ্রা নদীর কথা। এখনও অদ্ভুত সুন্দর, খানিক আদিম গন্ধ লেগে রয়েছে সেসব জায়গায়। সময় পেলেই নদীর ধরে গিয়ে বসতাম। তুঙ্গভদ্রা নদীর বিখ্যাত কোরাকেল নৌকায় চড়েছি। সঙ্গে তখন আরিয়ান, শ্রেয়াদি আর সত্যমদা। ওঁদের সঙ্গে চুটিয়ে রাস্তার ধারের দোকান থেকে ধোসা খেয়েছি, কেউ অনর্গল তেলেগুতে কথা বলে গেলে আমরা বাংলায় কথা বলে কাজ চালিয়ে নিয়েছি...” বলতে বলতে জোর গলায় হেসে ওঠেন পূষণ।
“তবে সন্ধ্যাবেলা হলেই তুঙ্গভদ্রা বা আশেপাশের লোকেশনে শুটিং করা মানা ছিল বন দপ্তরের নির্দেশে। কারণ ভাল্লুক, লেপার্ড বেরোয় জঙ্গল থেকে! সত্যি কথা বলতে কী, শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে ফাঁকে পুরো হাম্পির স্বাদ গ্রহণ করা দুঃসাধ্য ব্যাপার। তবু যতুটুকু করা যায়, প্রাণভরে করেছি।”
আড্ডার ফাঁকে প্রসঙ্গ ওঠে ‘কাকাবাবু’র। তরতর করে অতিপরিচিত ছন্দে পূষণ বলে ওঠেন, “প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে পর্দাভাগ করা একটা অভিজ্ঞতা! শুটিং করার আগেই ভীষণ আপন করে নেন। হাসিঠাট্টা করেন। উনি যে অত বড় তারকা...ওঁর সামনে যাতে অভিনয় করতে অসুবিধে না হয়, ভীষণ সহজ করে দেন পরিবেশ। কোনও দৃশ্যে আমার জন্য ওঁর কিছু ইনপুট দেওয়ার থাকলে দিতেন, তারপর আমাকে নির্দেশ দিতেন ‘যা একবার পরিচালককে জিজ্ঞেস করে আয়।' এই যে নম্রতা, সম্মান দেওয়া- এগুলো শেখার চেষ্টা করেছি। আমি ওঁকে এক-আধবার জিজ্ঞেস করেছিলাম, ‘স্যার, ঠিকঠাক হচ্ছে আমার পারফরম্যান্স?’ হাসতে হাসতে পিঠ চাপড়ে দিয়ে প্রশংসা করেছিলেন। যখন ওঁর শুটিং শেষ হয়ে যেত, লোকেশন ছেড়ে কিন্তু যেতেন না। একটা চেয়ারে বসে আমাদের কাজ দেখতেন। সবার সঙ্গে একসঙ্গে ফিরতেন। ছোট ছোট টিলা থেকে শুটিং শেষে আমরা যখন হোটেলমুখো হতাম, দেখতে পেতাম খানিক দূরে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে হাম্পি গ্রাম। পিছনে রামায়ণ বর্ণিত হনুমানের জন্মস্থান অঞ্জনী পর্বতও। সূর্য তখন ঢলে পড়েছে পশ্চিমে।”
নানান খবর
নানান খবর

ফের একসঙ্গে দুই ‘অলফা মেল’! সলমন-সঞ্জয়ের নতুন ছবি ‘গঙ্গা রাম’-এর পরিচালক কে জানেন?

‘বুড়ো’ অজয়ের জন্মদিনে কাজলের দুষ্টু-মিষ্টি শুভেচ্ছা, অভিনেত্রীর মজাদার পোস্ট পড়ে নেটপাড়ায় হাসির তুফান!

‘টপ গান’ থেকে ‘ব্যাটম্যান’ – মাত্র ৬৫তেই শেষ দৃশ্যের পর্দা নামল ভ্যাল কিলমারের

আলিয়ার সঙ্গে তুলনায় কেন বিরক্ত ‘অর্জুন রেড্ডি’র নায়িকা? বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দর’?

মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ৬৫ বছরে না ফেরার দেশে অভিনেত্রীর মা

প্রেম আর মৃত্যুর সীমান্ত একাকার করে সৃজিতের ছবির ঝলক উস্কে দিল রহস্য এবং আগ্রহ

‘সিকান্দর’ ফ্লপ, তাতে কী! এবার ‘পুষ্পা’র প্রযোজকের হাত ধরে নতুন অবতারে ফিরবেন সলমন?

'এখনও করণকে খুব ভালবাসি...'- প্রাক্তনকে ভুলতে না পারাই কি বরখা-ইন্দ্রনীলের বিচ্ছেদের কারণ?

রাজু-শ্যাম-বাবুভাই, সঙ্গে থাকছেন জন আব্রাহাম-ও? 'হেরা ফেরি ৩'র নয়া চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন প্রিয়দর্শন

বিচ্ছেদ ভুলে ডান্স ফ্লোরে অভিষেক-ঐশ্বর্যা, বাবা-মার কাণ্ড দেখে কী করল আরাধ্যা?

দু'চোখে রহস্যের ছাপ, ঠিকরে বেরোচ্ছে কোন না বলা কথা? প্রকাশ্যে 'রক্তবীজ ২'-এ অঙ্কুশের প্রথম ঝলক

'আর কোনওদিন যেন এরকম সময় না আসে'-ইদে চোখে জল নিয়ে কী বললেন ক্যানসার আক্রান্ত হিনা খান?

গ্যালাক্সির ‘সিকান্দর’ এবার অন্যরকম, ঈদে ভক্তদের ‘বুলেটপ্রুফ’ সালাম জানালেন সলমন!

ক্রিকেট নাকি কেমিস্ট্রি? পাশের দেশের জনপ্রিয় ক্রিকেটারের সঙ্গে আইপিএল চলার মাঝেই নয়া ইনিংস মালাইকার?

‘শোলে’-এর রিমেক করব! বড় ঘোষণা সলমনের, ধর্মেন্দ্রর ‘বীরু’র চরিত্রে এবার ‘টাইগার’?